বার কাউন্সিলের আইনজীবী সনদ পরীক্ষা পদ্ধতি, আইন পেশা এবং পাবলিক বিশ্ববিদ্যায়ের আইনের ছাত্রদের ভবিষ্যৎ!

১৭৭৪ খ্রিঃ রাজকীয় সনদের বলে কলিকাতায় সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠিত হয়। ঐ সনদের ১১ নং অনুচ্ছেদে কলিকাতা সুপ্রিম কোর্ট কে অ্যাডভোকেট ও অ্যটর্নীদের সনদ দেওয়ার ক্ষমতা দেওয়া হয়। আইনজীবী পরীক্ষা পদ্ধতি সেই বৃটিশ আমল থেকেই। ১৮৭৯ সালে এলাহাবাদ হাইকোর্ট প্রথম লিখিত পরীক্ষা নেয়।

The Indian Bar Council Act পাশ হয় ১৯২৬ খ্রিঃ। এই আইনটির মাধ্যমে আইন পেশার এক অভূতপূর্ব উন্নয়ন ও পরিবর্তন সাধিত হয়। বার কাউন্সিল গঠনের মাধ্যমে আইন পেশার সনদ দানের ব্যবস্থা করা হয়। বিচারক ও আইনজীবীদের একটি কমিটি বার কাউন্সিল আইন অনুযায়ী আইনজীবী সনদ প্রদান শুরু করে। আইনজীবীদের ভোটে আইনজীবীদের মধ্য থেকে বার কাউন্সিলের সদস্য নির্বাচনের বিধান রাখা হয়।

১৯৪৭ সনে ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হলে উভয় রাষ্ট্রই বৃটিশ ভারতের বিচার ব্যবস্থা অক্ষুন্ন রাখে। ১৯৬৫ সনে দি লিগ্যাল প্রাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল অ্যাক্ট অনুযায়ী পাকিস্তানের সকল প্রদেশে বার কাউন্সিল গঠন করা হয়।

স্বাধীন ভারতে ১৯৬১ সালে advocates Act পাশ হয়। The Advocates Act, 1961 empowers state bar councils to frame their own rules regarding enrollment of advocates. The Council’s enrollment committee may scrutinise a candidate’s application. Those admitted as advocates by any state bar council are eligible to take the All India Bar Examination which is conducted by the Bar Council of India. Passing the All India Bar Examination awards the state-enrolled advocate with a ‘Certificate of Enrolment’ which enables the state-enrolled advocate to practice law as an advocate in any High Court and lower court within the territory of India. However to practise Law before the Supreme Court of India, Advocates must first appear for and qualify in the Supreme Court Advocate on Record Examination conducted by the Supreme Court (Wikipedia).

১৯৭১ সনে বাংলাদেশ স্বাধীনতা লাভের পর The Legal Practitioners and Bangladesh Bar Council Act 1972, P O No. – 46 of 1972 অনুযায়ী বাংলাদেশ বার কাউন্সিল গঠন করা হয়। বর্তমানে বংলাদেশের আইন পেশাজীবীদের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদশ বার কাউন্সিল। বাংলাদেশে বার কাউন্সিল গঠন করে আইনজীবীদের আত্ম নিয়ন্ত্রণের অধিকার আইনজীবীদের নির্বাচিত কাউন্সিলর উপর ন্যাস্ত করা হয়।

বৃটিশ ভারত থেকেই আইনজীবী পরীক্ষা চালু ছিল। সময়ের বিবর্তনে লিখিত পরীক্ষার পাশাপাশি MCQ ও ভাইভা (মৌখিক) পরীক্ষা পদ্ধতির প্রচলন হয়। ১৯৬৫ সনে দি লিগ্যাল প্রাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল অ্যাক্ট ও The Legal Practitioners and Bangladesh Bar Council Act 1972 অনুযায়ী আইনজীবীদের সনদ তথা আত্ম নিয়ন্ত্রেণের অধিকার আইনজীবীদের হাতেই ছিল। কিন্তু পরবর্তীতে আমাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত বাংলাদেশ বার কাউন্সিলের কতিপয় প্রতিনিধিগণ এর অসততা ও অদক্ষতায় সনদের পরীক্ষায় অনেক অনিয়ম হওয়া শুরু হল এবং যাকে খুশি ইচ্ছেমাফিক আইনজীবী সনদ দেয়া শুরু হলো।

অত্যন্ত দুঃখের বিষয় এই যে, বার কাউন্সিলের এসব আইনজীবী নেতৃত্ব যখন ধারাবাহিকভাবে আইনজীবী সনদ নিয়ে অসততা প্রদর্শন করলো, ঠিক তখনই The Legal Practitioners and Bangladesh Bar Council Act 1972 এর অনুচ্ছেদ ১১(১) (বি) The Bangladesh Legal Practitioners and Bar Council (Amendment) Act, 2012 (Act No. XLIV of 2012) বাতিল করা হল এবং অনুচ্ছেদ ১১(খ) প্রতিস্থাপন করা হল। ফলশ্রুতিতে নতুন করে আইনজীবী তালিকাভুক্তি কমিটি পুনর্গঠিত হল, যার সদস্য সংখ্যা – ৫ জন।

১জন- চেয়ারম্যান (আপীলেট ডিভিশন এর বিচারপতি মহোদয়গণ থেকে প্রধান বিচারপতি কর্তৃক নির্ধারিত)
২ জন – সদস্য (হাইকোর্ট ডিভিশন এর বিচারপতি মহোদয়গণ থেকে প্রধান বিচারপতি কর্তৃক নির্ধারিত)
১ জন- সদস্য (এটর্নি জেনারেল)
১ জন- সদস্য (বার কাউন্সিলের সদস্য থেকে)।

২০০৩ এর পূর্বে প্রতি ৬ (ছয়) মাস অন্তর অন্তর বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষা হতে দেখেছি। ২০০৬/০৭ এর দিকে বছরে অন্তত একটি এনরোলমেন্ট পরীক্ষা নেয়া হয়েছিল। বিচার বিভাগ স্বাধীন হওয়ার পর প্রথম ধাপেই অধঃস্তন আদালতে এক সাথে প্রায় ৪০০ (চার শত) বিচারক নিয়োগ দেয়া হল। এত সংখ্যক বিচারক নিয়োগ দেয়ায় আমাদের দেশের অভিভাবক তথা ছাত্র-ছাত্রীরা আইন পেশার প্রতি আগ্রহী হতে শুরু করলো। ব্যাঙ্গের ছাতার মত বে-সরকারী বিশ্ববিদ্যালয় স্থাপন করে আইন পড়ানো শুরু হল। কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় টাকার বিনিময়ে জাল সনদ দেয়া শুরু করল। অগত্যা বাধ্য হয়ে আপীল বিভাগের রায়ের আলোকে পরবর্তীতে কয়েকটি বিশ্ববিদ্যালয়কে আইন পড়ানো থেকে বিরত রাখা হল। পূর্বে কয়েকটি হাতেগোনা পাবলিক বিশ্ববিদ্যালয় ও আইন কলেজ সমুহে আইন পড়ানো হত। বর্তমানে ৬০/৭০ টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও আইন পড়ানো হয়।

অনেক কে বলতে শুনেছি, পূর্বে আইনের ছাত্র-ছাত্রী কম ছিল, বছরে ১/২ টা এনরোলমেন্ট পরীক্ষা নেয়া সম্ভব ছিল। এখন আইনের ছাত্র-ছাত্রীর সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে, চাইলেই আগের মত পরীক্ষা নেয়া সম্ভব হচ্ছেনা! বাংলাদেশ বার কাউন্সিল যদি সময় মতো পরীক্ষাগুলো নিত, তাহলে আজ প্রায় ৭০ হাজার শিক্ষানবীশ এর আর্তনাদ শুনতে হত না। কিন্তু আমার বক্তব্য হল, জুডিশিয়ারি কিন্তু প্রতিবছর পরীক্ষা নেয়। যাদের যোগ্যতা আছে, তারা পরীক্ষায় অংশগ্রহণ করছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরাও পরীক্ষা দিচ্ছে। যেসব বিশ্ববিদ্যালয় নিয়ে সমস্যা, সেই আলোকে একটা আইন করতে পারে। প্রতিবছর একটা করে হলেও যাতে পরীক্ষা হয়। নিদিষ্ট সময়ের মধ্যে যাদের ০৬ (ছয়) মাস পূর্ণ হবে তারাই পরীক্ষা দিবে। তাতে পেশার মান বাড়বে। জুডিশিয়ারিতে ৭০০০/৮০০০ জন আবেদন করে। এমসিকিউ তে ১২০০/১৩০০ জন পাস করে তাতে খাতা দেখতে সময় লাগেনা। লিখিত পরীক্ষায় ৫০০/৬০০ জন পাস করে। ভাইভাতে ১০০ থেকে ২০০ জন নেয়। বার কাউন্সিল নিয়মিত পরীক্ষা নিলে ১০০০০ বেশি শিক্ষার্থী হবে না। সেখানে ২০০০/২৫০০ জন এম সি কিউ তে পাশ করবে, লিখিত পরীক্ষায় ১০০০ /১২০০ জন, ভাইভায় ৬০০/৭০০ জন টিকবে। কত সুন্দর ভাবেই না করা যায়।

যেহেতু আমি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে আইন পড়েছি, সেহেতু আজ পাবলিক বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র-ছাত্রীদের বাস্তব অবস্থা নিয়ে কিছু লিখতে বসেছি।

আমাদের যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আইনে পড়াশোনা করে তাদের বেশিরভাগই গরিব ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। এসব গরিব ও নিম্ন মধ্যবিত্ত ছেলে-মেয়েরা সমসাময়িকদের তুলনায় অপেক্ষাকৃত মেধাবী। পারিবারিক অবস্থার কারণে অনেক ছেলে-মেয়ে আইন পেশায় আসতে চান না। বেশীর ভাগই সরকারি চাকরিতে যোগদান করে। তারপরে কিছু ছেলে মেয়ে আছে আইন পেশায় থাকতে চায়। কিন্তু কষ্টের বিষয় হলো যদি বার কাউন্সিল ঠিক মতো পরীক্ষা না নেয় তাহলে তাদের অনেক ভোগান্তির শিকার হতে হয়। প্রতি বছর যেখানে দুইবার পরীক্ষা নেওয়ার কথা; সেখানে ২০১৫ সালের পরে মাত্র ১ বার পরীক্ষা হয়েছে।

যেমন ২০১৫-২০ এ সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইহার ৩৬-৪২ ব্যাচ অনার্স পাশ করে বেরিয়েছে। যারা এল এল বি শেষ করেছে ২০১৫ সালে, সে হিসাব মতে নিয়মিত পরীক্ষা হলে ১০ টি না হউক ৫টি বার অন্তত বার কাউন্সিল পরীক্ষা পাওয়ার কথা। যেখানে তারা বিশ্ববিদ্যালয়ে কোন সেশন বিলম্ব ছাড়াই অনার্স শেষ করলো সেখানে বার কাউন্সিল তাদের আটকিয়ে রাখলো। দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ ছাত্ররা কিন্তু আইন পেশায় আসে না, তবুও যারা আসে যথেষ্ট ত্যাগ ও তিতিক্ষার মধ্য দিয়েই আসে। অনিশ্চিত ও অনিয়মিত পরীক্ষার কারনে তাদের জীবন থেকে মূল্যবান সময় হারাচ্ছে। যেসব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এখনো সনদ পেয়ে ওকালতি শুরুর অপেক্ষায়, সেখানে তাদের ই বন্ধু-বান্ধবী এডমিন ক্যাডার, জুডিশিয়াল অফিসার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

স্মর্তব্য যে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক ব্যাচে ভর্তি হয় ১৩০ জন, তাও সব ব্যাচে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শর্ত অনুযায়ী ১৩০ ও সুযোগ পায় না। বাংলায় ১৬, ইংরেজিতে ১৮ পেয়েই আইন বিষয় নিয়ে পড়তে হয়। ভর্তি পরীক্ষায় প্রথমদিকের ছাত্র-ছাত্রীরাই শুধু আইন বিভাগে ভর্তির সু্যোগ পায়। প্রতি ব্যাচ থেকে গড়ে জুডিশিয়ারিতে ৬০+, বিসিএস ৫/৬ জন, ১ম শ্রেণীর নন ক্যাডারে ৫/৬, টিচিং এ ১২/১৫, সরকারি ব্যাংকে ১৫/২০, বিভিন্ন কোম্পানির লিগ্যাল বিভাগে ১০/১২ জন করে কাজের সু্যোগ হয়। বাকি ১০/১২ জন আইন পেশায় আসতে চায়।

সব মিলিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১২০০/১৫০০ শিক্ষার্থী প্রতি বছর বের হয়। সেখান থেকে ১৫০/২০০ হয়তো আইন পেশায় থাকতে চায়। কিন্তু বার কাউন্সিলের অনিয়মিত পরীক্ষা তাদেরকে হতাশার ফেলে দিচ্ছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের এখন ৫ ব্যাচের শিক্ষার্থীরা বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষার জন্য অপেক্ষা করছে। নিয়মিত পরীক্ষা না হলে সামনে যাদের অনার্স শেষ হবে তারাও বিপাকে পড়বে। সমাজ ও পরিবার সবকিছুতেই তারা এখন পিছিয়ে যাচ্ছে। শুধু যে ওকালতি করার জন্যই সনদ দরকার তা নয়, বিভিন্ন কোম্পানির ল’ অফিসার নিয়োগের ক্ষেত্রেও আইনজীবী সনদ লাগে, এমনকি জুডিশিয়ারির ক্ষেত্রেও সনদের প্রাধান্য আছে।

এখন দেশের যে অবস্থা তাতে মনে হচ্ছে আগামী বছরেও বার কাউন্সিল তার নির্ধারিত পরীক্ষা শেষ করতে পারবে না। সব কিছু ঠিক হলে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে তারপর এইচএসসি পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, সরকারি নানা পরীক্ষার রুটিন এখনো অনিশ্চিত। এসব শেষ হলেও বার কাউন্সিলের পরীক্ষা হবে কিনা সন্দেহ। তার মধ্যে বিদ্যমান কমিটির মেয়াদ শেষ হবে। নেতারা আবার নির্বাচনী প্রচারণায় মাঠে নামবে। তাহলে আইন গ্রাজুয়েটদের দেখার কি কেউ নেই? আপনারা যারা অনাগত দিনে বার কাউন্সিল নিয়ে ভাবেন তারা কিছু পরামর্শ দিয়ে তরুণ আইনের ছাত্রদের জন্য কিছু করেন। তারা মানসিক, সামাজিক এবং সবচেয়ে বেশী অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত। এসব অপেক্ষাকৃত মেধাবী ছাত্র-ছাত্রীরা আইন পেশা থেকে বিমুখ হয়ে পড়লে আইন পেশায় ভবিষ্যতে মেধা সংকট দেখা দিবে। মেধাবীরা আসছেনা বলেই আজ এক চিঠিতে ১৫/১৬ টা বানান ভুল চোখে পড়ে। আমাদের এই মহান পেশায় অধিকতর মেধাবী ছাত্র-ছাত্রীর ও প্রয়োজন আছে। সারা দুনিয়ার সব পেশায় অপেক্ষাকৃত মেধাবীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করে থাকেন। আইন পেশায় এসব মেধাবীরা না আসলে, ভবিষ্যতে আইন নিয়ে রিসার্চ করার লোক ও খুঁজে পাওয়া যাবেনা।

পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র হওয়ায় আজ পাবলিক বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে লেখলাম। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র-ছাত্রীদের নিয়ে অন্য আরেকদিন লিখবো ইনশাআল্লাহ্।

সর্বোপরি, ইদানিং শিক্ষানবীশ বন্ধুগণ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষা পদ্ধতির পরিবর্তন চেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ০৬ দফা দাবী পেশ করেছেন। ৬ দফা দাবী সমূহ :-

(১) প্রতিবছর দুইবার শুধুমাত্র ভাইভা পরীক্ষার মাধ্যমে আইনজীবী সনদ চাই।

(২) শিক্ষানবিশ ও নবীন আইনজীবীদের দেশের প্রতিটি এডভোকেট বার এসোসিয়েশনে যুগোপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা চাই।

(৩) শিক্ষানবিশ আইনজীবীদের উৎসব ভাতা চাই।

(৪) পরীক্ষার খাতা রিভিউ এর ব্যবস্থা থাকা চাই।

(৫) করোনা পরিস্থিতিতে দেশের সকল শিক্ষানবিশ আইনজীবীদের যারা এম সি কিউ পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন তাদের ইনটিমেশন ফরম পুরনের মেয়াদের আলোকে সকলের ভাইবা নিয়ে সনদ চাই।

(৬) আইনজীবী ও শিক্ষানবিশ আইনজীবীদের অধিকার সুরক্ষা আইন চাই।

তাছাড়াও মহামারী করোনায় নতুন সংযোজিত হয়েছে যারা শুধু MCQ পাশ করেছে, তারা চায় গেজেট করে আইনজীবী তালিকাভুক্ত করা হউক। আবার একাংশ চায় মৌখিক পরীক্ষা নিয়ে হলেও তালিকা ভুক্ত করা হোক। আর যারা MCQ পাশ করে নি তাদের একাংশ চায় কোন পরীক্ষার দরকার নাই ৬ মাস শিক্ষানবিশ কাল শেষ হলেই গেজেট ভুক্ত করে নিতে।

বাংলাদেশ বার কাউন্সিল সঠিক নেতৃত্ব দিয়ে শিক্ষানবিশদের সঠিক পথ দেখাবেন বলে আমি আশা করছি। যদিও শিক্ষানবিশদের বেশিরভাগ দাবী অগ্রহণযোগ্য, তদুপরি ২/৩ টি দাবি খুবই যৌক্তিক।

এসব শিক্ষানবিশ (আমি ব্যক্তিগতভাবে শিক্ষানবিশ আইনজীবী বলতে অপারগ) অনেকের সাথে কথা বলেছি। আমার সাথেও কিছু শিক্ষানবিশ কাজ করে। তাদের অভিজ্ঞতায় শুনলাম, তারা দাবি দাওয়া নিয়ে বার কাউন্সিলে গেলে বার কাউন্সিলের সদস্যরা বলে যে, এনরোলমেন্ট কমিটির দায়িত্ব বিচারপতি/এটর্নি জেনারেল স্যারদের হাতে, উনাদের হাতে কিছু নাই। এনরোলমেন্ট কমিটির কাজ হচ্ছে প্রশ্নপত্র করা, খাতা দেখা ও ভাইভা নেয়া। অফিসিয়াল কাজ তো নির্বাচিত প্রতিনিধির করার কথা।

এ অবস্থায় আইনের ছাত্রদের গন্তব্য কোন পথে?
====================================
মোঃ জিশান মাহমুদ
আইনজীবী, সু্প্রিম কোর্ট।
সদস্য সচিব, বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতি।
সহ-সভাপতি, বাংলাদেশ আইন সমিতি।
====================================

RIGHT OF SELF-DETERMINATION: DOES IT HAVE EXACT MEANING?

The current situation is that “self-determination” is a legal principle. Its precise ramifications in other contexts are not yet worked out, and it is difficult to do justice to the problems in a small compass. The subject has three aspects. First, the principle informs and complements other general principles of international law, viz, of state sovereignty, the equality of states, and the equality of people within a state. Secondly, the concept has been applied in the different context of economic self-determination. Lastly, the principle appears to have corollaries, which may include the following: (1) if force be used to seize territory and the object is the implementation of the principle, the title may accrue by general acquiescence and recognition more readily than in other cases of unlawful seizure of territory; (2) the principle may compensate for a partial lack of certain desidarata in the fields of statehood and recognition (3) intervention against a liberation movement may be unlawful and assistance to the movement may be lawful.”1

‘And the right remains an ongoing one. It is not only at the moment of independence from colonial rule that peoples are entitled freely to pursue their economic, social and cultural development. It is a constant entitlement.”2

It is true that the right of self-determination is a right that is currently under gradual political and social evolution. It is quite daunting task to define the idea of self-determination rather it would be unwise trying to do so. In an ever-evolving global politics, the right of self-determination has many colours and many aspects and only time will define its original periphery. To me presently, the idea of self-determination is not only being tied up with the independence or decolonization.

Certainly, the era of decolonisation has ended, so it is pointless to say that self-determination is only related to the decolonization process. We have witnessed throughout the world about the issue of minority rights and how some communities have suffered humanitarian disaster by their majority ruler. So now, the burning issue is that whether a particular minority community got the right to determine their own political and economic destiny.

We know there is reference as to the self-determination in the UN Charter and it is on the Covenant on Civil and Political Rights and of the Covenant on Economic, Social and Cultural Rights (1966) as well. It has been argued by some international scholars that this right of self-determination belongs to the people. They are entitled to make their destiny. However, unfortunately until today nobody defines the term ‘people’ in the context of self-determination. This has created much confusion among the scholars, state-leaders and many more. The instance of NATO interference in Kosovo on humanitarian grounds is thought to be an instance of urgent initiative in an emergency.

The idea of self-determination “is both radical, progressive, alluring and at the similar time subversive and threatening. This ‘Janus quality’ has brought about a deep ambivalence in the direction of self-determination which, in turn, may describe the difficulties the international community experiences in trying to articulate the idea in a pleasant way, in transforming it-in an acceptable manner-into a set of legally binding standards and dealing with its limits and dangers in a consistent fashion.’’3

There is strong concern as to the future of the right of self-determination that is actually, where it would end up given the nature of its unpredictability and the lack of coherent formula and the delay in resolving some burning issues like Palestine, Kashmir and Kurds. Although much has been done for the first two issues but what we have seen is just a complex game of western politics. There is an accord for Palestine issue i.e.: Camp David, master plan advocate by the US but there was no actual execution of the plan. Therefore, it would not be exaggeration if I argue that these two unresolved issues so far is a tool of world politics.

Here is my some suggestion after having discussed all those histories and documents. Regarding Kashmir, we can endeavour to produce a master plan. No one will leave Kashmir voluntarily either India or Pakistan unless and until the UN or other leading world, authority can come with a good practical plan. Of course, the conflicting states like India and Pakistan must come with clean hand. A Plebiscite can be arranged to know the popular mentality of the Kashmiri people. We can show the example of Gibraltar. To sum it up I would say that the Kashmiri people got the right of self-determination but it is a balancing exercise. It is complex and can challenge the overall state structure of the India. However, nothing in the international law expressly forbids secession in peaceful way. Either in international law, there are no norms as to the right of secession as to the minority or ethnic based claim. Kashmir is a princely state and its case is different than others.

Elmer Plischke rightly pointed out the fear “that self-determination might unleash a Frankenstein of unrestrained proliferation and fragmentation.”4

After seeing the much more clumsiness that surrounded the right of self-determination Prof. Cassese expressed his view “at present a strong need for rethinking the concept self-determination and suggesting possible avenues for the future of the law in this area.”5

Roughly, all states support the right to self-determination “by various groups but resist such claims by others. Iraq favours self-determination for the Palestinians but not for the Kurds. The Soviet Union has in the past supported many claims for self-determination, but does not grant self-determination to the Lithuanians, Latvians, or Estonians (all of whom have a long history of independence), or to the Armenians in Azerbaijan, or the Tartars in Crimea. India supported self-determination for Bangladesh but not for the Sikhs in Punjab.”6

Now we can conclude that mere presence of self-determination (that is intertwined with principle of territorial integrity in the UN charter) in UN documents or Resolutions or other declarations in 1960’s and 1970’s will not suffice for the purpose of treating the right of self-determination as a sound undisputed international customary law.

Prof. Cassese propounded that “self-determination firmly entrenched in the corpus of international law in only three areas: as an anti-colonial standard, as a ban on foreign military occupation and as a requirement that all racial groups be given full access to government.”7

This is a good explanation about the potential scope when the right of self-determination can be exercised. However, it is also true that to limit the principle within these three categories is hard to realize. It may be true in an ideal world but given the nature of the current conflicts among the various parts of the world, we need to wait for the state practice in this area. We already mentioned in our earlier discussion that the principle has rather multi-dimensions. Therefore, any cap on the potential scope of the principle is not sustainable.

After examining all those documents and texts before me I am of the opinion that the right of self-determination is a complex principle. Various state practices from different angles show that in contemporary world we do not have any coherent approach regarding the correct attitude to the principle. Rather we see a vague and complex mixture of norms that actually do not show us any practical sense. Although the principle of self-determination is mentioned in the 1970 friendly declarations (ICCPR) by the GA (UN) but we do not find any procedure as to how we will apply the principle in certain circumstance.

So far, I think we need to do some balancing exercise when we are dealing with the right of self-determination. Because it looks like the issue is still under development into a fuller concept. Therefore, it is better to leave the issue as it and apply the right of self-determination as case-by-case. Because, not all the cases will merit same conclusion. Suppose Kosovo, Palestine or Chechnya is not same. So given the enormous complexity in the matter it would be wise to judge situation by situation. Another thing international laws and norms do not develop radically or by following with a defined formula rather, it is the outcome of the state practices over international relations for a long time. That is why one cannot argue strongly that the right of self -determination has a distinct place in the international customary law. Because very few state do recognise a right of self-determination when it comes across a issue like that that actually affects it a territorial integrity. Nevertheless, they support the right of self-determination in other situation. Therefore, the strange nature of state practice is obstructing the proper exercise of the right of self-determination.

Having regard to the established rules about the self-defence and territorial integrity, the assumption appears to be inherent in the international system. The key difference with colonial or non-self governing territories is that the identification of such territories involves the identification of a people with rights against the metropolitan state: such territories have separate status pending self-determination. Outside the colonial context, there remains a strong presumption in favour of territorial integrity and against secession.

Self-determination “can be neither defined nor opposed. It can mean the right of people to choose their own form of government within existing borders, for example by overturning a dictatorship or achieving independence from a colonial power. It can mean the right of an ethnic, linguistic, or religious group to redefine existing national borders in order to achieve separate national sovereignty. It can mean the right of a political unit within a federal system, such as Canada, Czechoslovakia, the former Soviet Union, or the former Yugoslavia, to secede from the federation and become an independent sovereign state. Alternatively, it can merely mean the right of an ethnic, linguistic, or religious group within an existing sovereign state to a greater degree of autonomy and linguistic or religious identity, but not to a sovereign state of its own.”8

If the twentieth century is divided into thirds, the evolution of the principle of self-determination can be easily charted through time. During the first third of this century, the principle meant independence for states emerging from fallen empires in the aftermath of World War 1. During the second third, it meant relative freedom and independence for new states emerging from the decolonization process. Now, in the last third of the century, self-determination has come to mean one of three things: independence for new states emerging from the collapse of communism (e.g., Ukraine or Slovenia), independence for homogenous sub-units within nation-states (e.g., Quebec or Eritrea), or greater internal autonomy for smaller identity groups within existing states (e.g., Aaland Islands under Finland or Faeroe Islands under Denmark). Therefore, the re-emergence of the principle of self-determination has manifested itself in such a manner as to have three situational meanings based upon the context in which it arises.9

Therefore, we see as the day progresses we have more scopes to apply the right of self-determination. It is quite practical that the state practices are very restrictive regarding the exercise of the self-determination. In order to preserve the sovereignty of a state first there is a requirement to maintain the internal harmony among various ethnic and minority grounds of a country. A claim for self-determination cannot be appropriately invoked in every instance of minority rights or group based rights. An open and far too liberal approach to the self-determination will invite scrupulous claims and that would ultimately undermine the state sovereignty and national unity. It is an appropriate time now to formulate some guiding principles on the issue of self-determination and it applicability in certain circumstances. The UN can take the initiative to arrange a special meeting on this topic, as there are numerous self-determination issues around the world and in those cases, there is no viable method to execute the principle. It would save time and ease greater discomfort if we come with a robust and meaningful solution to this persisting problems. Otherwise, every state will treat the issue of self-determination in line with their self-interest.

Author: Mr. Saumitra Sarder, Barrister-At-Law (Middle Temple, UK)

_______________________________________

  1. Ian Brownlie, Principles of Public International Law, Oxford University Press, page-582 (7th Edition-2008)
  2. Rosalyn Higgins, Problem and Process: International law and How we use it (Oxford: Clarendon), p-120 (2010)
  3. Cassese, A., Self-Determination of Peoples: A Legal Reappraisal, Cambridge University Press- 1995,page-5.
  4. Elmer Plischke, Self-determination: Reflection on a Legacy, 140 World Affairs-1977, page-52.
  5. Cassese, A., Self-Determination of Peoples: A Legal Reappraisal, Cambridge University Press- 1995, page-341.
  6. Malvina Halberstam, Self-Determination in the Arab-Israeli conflict: Meaning, Myth, and Politics, Newyork University Journal of International Law & Politics, 465 1988-1989, page-5.
  7. Cassese, Antonio, International Law, Oxford University Press, 2nd Edition-2005, page-61.
  8. Lloyd N. Cutler, Foreword to Morton H. Halperin Er AL., Self-Determination in the new world order at xi (1992).
  9. Michael J Kelly, 47 Drake Law. Review. 209 1998-1999, page-221.